সরিষাবাড়ীতে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু


design1.notundineralo.site design1.notundineralo.site প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৭:৩০ পূর্বাহ্ন / ১০৯
<font color=সরিষাবাড়ীতে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু ">

মোঃ ইসমাইল হোসেন, জামালপুর জেলা ব্যুরো ।।

সরিষাবাড়ীতে রবিউল ইসলাম ফয়সাল(২৪) নামে এক যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া এলাকায় ঘটেছে। এ সংবাদটি নিশ্চিত করেন পৌর পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার(৩০ ডিসেম্বর) রাতে নিজ বসত ঘরে বাঁশের ধন্যার সাথে রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফয়সাল। নিহত ফয়সাল পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের কারণে পরিবারের উপর তার অত্যাচার বেড়ে যায়। একমাস পূর্বে তার স্ত্রী ও মা তার নির্যাতনের ভয়ে ঢাকায় চলে যায়। পরে সে দাদীর সাথেই বাড়ী থাকে।

নিহতের দাদি মরিয়ম বেওয়া জানায়, রাতের খাবার খেয়ে ফয়সাল তার ঘরেই শুয়ে পড়ে। পরে সকালে
ফয়সালকে ডাকলে সে কোন কথা বলে না। পরে দরজার ফাঁকা দিয়ে সে দেখতে পায় ফয়সাল ফাঁসিতে ঝুলে আছে। পরে তার ডাক চিৎকারে পড়শিরা ছুটে আসে।

পরে এ সংবাদ পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করার জন্য থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নিহতের সুরতহাল শনাক্তকারী অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, নিহত ফয়সাল মাদকাসক্ত ছিলেন। সে মাদক সেবন করতে না পেরে নিজ ঘরে ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাধু জানান, ছেলেটি নেশাগ্রস্ত ছিল। তার অত্যাচারে তার মা ও স্ত্রী ঢাকায় চলে যায়। সে বাড়িতে তার দাদীর সাথেই থাকতো। সে গতকাল রাতে তার থাকার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে সম্ভবত সে নেশার টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) ওসি মুশফিকুর রহমান বলেন, ফাঁসি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শনাক্ত করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে সুরতহাল সনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানান থানার এসআই আব্দুল হান্নান।